আতা
বা শরিফা হল (Annonaceae) পরিবারভুক্ত এক ধরনের যৌগিক ফল। এটি শরিফা
, নোনা নামেও পরিচিত। এই ফলের ভিতরে থাকে ছোট ছোট কোষ। প্রতিটি কোষের
ভেতরে থাকে একটি করে বীজ, বীজকে
ঘিরে থাকা নরম ও রসালো অংশই খেতে হয়। পাকা ফলের বীজ কালো এবং কাঁচা ফলের বীজ
সাদা। বীজ বিষাক্ত। এটি গুচ্ছিত ফল অর্থাৎ একটি মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলো
হতে একগুচ্ছ ফল উৎপন্ন হয় ৷
এর বেশ কয়েকটি প্রজাতি ও
প্রকরণ আছে। সবগুলোকেই ইংরেজিতে 'কাস্টার্ড অ্যাপল', 'সুগার অ্যাপল', 'সুগার পাইন এপল' বা 'সুইটসপ'
(Custard-apple, Sugar-apple, sugar-pineapple or sweetsop) বলা হয়। সবগুলোকেই বাংলায় 'আতা', 'শরিফা', 'নোনা' -এই তিনটি নামে ডাকা হয়।
অঞ্চলভেদে নামের কিছু পার্থক্য আছে।
Annona squamosa -এটিই বাংলাদেশে সবচেয়ে বেশি
জন্মে। স্বাদেও এটিই সেরা। সুমিষ্ট এই ফলটি আতা নামে বেশিরভাগ স্থানে পরিচিত। তবে
কোথাও কোথাও একে শরিফা বলা হয়। হিন্দিতেও একে শরিফা (शरीफा) বলা হয়। সংস্কৃত ভাষায় এর নাম
সীতাফলম। এর চামড়ায় গুটি গুটি চোখ আছে।
·
Annona
reticulata -এর চামড়া মসৃণ, লালচে রঙ, স্বাদে কিছুটা নোনতা। নোনাফল
নামে বেশি পরিচিত; তবে
কোথাও কোথাও এটিকেই আতা বলা হয়। সংস্কৃত ভাষায় একে রামফলম বলা হয়।
·
Annona senegalensis -ইংরেজিতে একে 'আফ্রিকান কাস্টার্ড অ্যাপল' বলা হয়। এরও চামড়া মসৃণ, হলদেটে রঙ। এটিও নোনাফল নামে
বেশি পরিচিত। আফ্রিকান নোনা নামেও ডাকা হয়।
·
Annona muricata -ইংরেজিতে একে 'সাওয়ার-সপ'
(soursop বা graviola)
বলা হয়। এরও চামড়া প্রায়
মসৃণ, সবুজ
রঙ। এটি 'শুল-রাম
ফল' বা
'লক্ষ্মণ
ফল' নামেও
পরিচিত। মধ্য আমেরিকা, দক্ষিণ
আমেরিকা, দক্ষিণ-পূর্ব
এশিয়া, প্রশান্ত
মহাসাগরীয় অঞ্চল ও আফ্রিকায় এটি জন্মে।
·
Annona cherimola -এটি বাংলাদেশে কমই জন্মে। এর
চামড়াও অনেকটা মসৃণ। হিন্দিতে একে হনুমান ফল বলা হয়।