আমের উপকারিতা-

আলফেন্সো আম কলাম চারা
আলফেন্সো আম কলাম চারা 

 

আমের  উপকারিতা-
আম কাঁচা অথবা পাকা যে ভাবেই খাওয়া হোক তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অনেক ক্ষেত্রে পাকা আমের তুলনায় কাঁচা আমের গুণ আরও বেশি। আম আমাদের শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সহায়তা করে।  গ্রীষ্মকালে কাঁচা আমের জুস- অত্যধিক ঘামের কারণে সোডিয়াম ক্লোরাইড এবং লোহার অত্যধিক ক্ষতি রোধ করে।
* আম স্কিন ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ নিরাময় করে।
 * কাঁচা আম শরীরে প্রয়োজনীয় ভিটামিন সি সরবরাহ করে। স্কার্ভি ( ভিটামিন সি-এর অভাব), এটি অ্যানিমিয়া ও ও মাড়ির রক্ত পড়া কমায়। কাঁচা আমের পাউডার বা আমচুর স্কার্ভি নিরাময়ে অত্যন্ত কার্যকরী।
* কাঁচা আমের প্যাক্টিন একটি সমৃদ্ধশালী উৎস, মধু এবং লবন দিয়ে মিশিয়ে গ্যাস্ট্রোইনটেস্টাাইনাল রোগের চিকিৎসা অত্যন্ত উপকারী।
 * কাঁচা আমের উচ্চ ভিটামিন সি রক্তনালীসমুহের স্তিতিস্থাপকতা বৃদ্ধ করে এবং নতুন রক্ত কোষ গঠনে সাহায্য করে।
 * কাঁচা আমের সঙ্গে চিনি, জিরা এবং এক চিমটি লবন মিশিয়ে সিদ্ধ করে জুস বানিয়ে খেলে ঘামাচি রোধে সাহায্য করে এবং গ্রীষ্মকালে স্ট্রোকের ঝুঁকি থেকে রক্ষা করে।
* এটা যকৃতের রোগ চিকিৎসায় সাহায্য করে ও পিত্ত অ্যাসিড কমায় এবং ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে লিভারকে রক্ষা করে।
* কাঁচা আমে পাকা আমের তুলনায় অধিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আছে। ওই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার এবং কার্ডিওভাসকূলার রোগের বিরুদ্ধে যুদ্ধ করে শরীরকে রক্ষা করে।
* এটা মর্নিং সিকনেস চিকিৎসার সহায়ক হিসাবে কাজ করে।
 * কাঁচা আম ভিটামিন সি-এর সমৃদ্ধ উৎস এবং এটি মনোবল উন্নত করে ও রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে।
 * পাকা আম রক্ত পরিষ্কার করে। আমের টারটারিক, ম্যালিক, সাইট্রিক অ্যাসিড শরীরের অ্যালকোহল ধরে রাখতে সহায়তা করে।
* এটি গ্রীষ্মকালীন ডায়ারিয়া, আমাশয়, পাইলস, দীর্ঘস্থায়ী এঁড়ে, বদহজম এবং কোষ্টকাঠিন্য রোগের জন্য ওষুধ হিসাবে খুব কার্যকর হিসাবে বিবেচনা করা হয়।
 * এটি যক্ষা, রক্তস্বল্পতা, কলেরা এবং অতিসার রোগের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
 * এটা পিত্ত অ্যাসিড বৃদ্ধি ও ব্যাকটেরিয়া সংক্রমণে অন্ত্র পরিষ্কারক হিসাবে যকৃতের রোগ চিকিৎসায় সাহায্য করে।
* এতে আলফা ক্যারোটিন ও বিটা ক্যারোটিন থাকায় দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়।
 * কাঁচা আম চিবানো হলে পিত্তথলির অ্যাসিড ও পিত্তরস বৃদ্ধি পায়। ফলে যকৃত সুস্থ থাকে এবং অন্ত্র পরিষ্কার হয়।
 * এটি দেহের কোষগুলোকে উজ্জীবিত করে এবং রক্তনালির স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে সহায়তা করে। নতুন কোষ গঠনেও ভূমিকা রাখে।

1 comment:

লাবাং